logo

Cantoment Public School

Jahanabad Cantonment,Khulna


বিদ্যালয় পরিচিতি: :

বিশাল বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বিশ্ব ঐতিহ্যের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাদদেশে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী ও বিভাগীয় শহর খুলনা মহানগর থেকে ১৬ কি.মি উত্তর- পশ্চিমে খুলনা-যশোহর মহাসড়কের পূর্ব পার্শ্বে এক ছায়া সুনিবিড় সবুজ মনোরম পরিবেশে অবস্থিত জাহানাবাদ সেনানিবাসে কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও সেনা সদস্যবৃন্দের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার সর্বোত্তম সুযোগ-সুবিধা প্রদানের জন্যএএসসি সেন্টারের তৎকালীন মাননীয় কমান্ড্যান্ট, কর্নেল মোঃ আব্দুর রব, পিএসসি ০১ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রি. তারিখে এ সেনানিবাস কম্পাউন্ডে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলটি প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এ বিদ্যালয় পরবর্তীতে ১৯৮৮ খ্রি. সালে তদানিন্তন কমান্ড্যান্ট কর্নেল মাহাতাব উদ্দিন আহমেদ বিদ্যালয়টিকে দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করেন। বর্তমানে ৩৭ জন শিক্ষক/কর্মচারী দ্বারা বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানের প্রাথমিক ও জুনিয়র বৃত্তিসহ এসএসসি পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বর্তমানে দেশের সামরিক বাহিনী ও সিভিল সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ উচ্চতর পর্যায়ে কর্মরত আছেন। প্রতিষ্ঠাকাল : ১ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রি. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : কর্ণেল মোঃ আব্দুর রব, পিএসসি, কমান্ড্যাট, এএসসি সেন্টার এন্ড স্কুল ১০ম শ্রেণি পর্যন্ত উন্নীতকরণ : ১৯৮৮ খ্রি. প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা : ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ সেনানিবাস, খুলনা ওয়েবসাইট :www.cpsk.edu.bd ই-মেইল : cpskbd@gmail.com টেলিফোন : ০২৪৭৭৭০৭৩৬২ (অসামরিক), ৩১৭২ (সামরিক)/মোবাইল : ০১৭৬৯-৫৬৩১৭২


Cantoment Public School

VIDEO OF CPSK


© 2022 - Cantoment Public School & College, All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited. Like us on Facebook

Scroll to top